Header Ads Widget

Responsive Advertisement

বিদেশি কর্মীদর পরিচালনায় নতুন ব্যবস্থা চালু করলো মালয়েশিয়া

মালয়েশিয়ার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (CIDB) একটি নতুন সিস্টেম চালু করেছে, যা দেশটির নির্মাণ খাতে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা সহজতর করতে সহায়ক হবে।

সোমবার (১৪ অক্টোবর) মালয়েশিয়ার কর্মসংস্থান মন্ত্রী আলেকজান্ডার নান্টা লিঙ্গি জানান, এই সিস্টেমটি এখনও বাধ্যতামূলক করা হয়নি, তবে তার মন্ত্রণালয় কোম্পানি মালিকদের তাদের কর্মীদের এই সিস্টেমে নিবন্ধন করার জন্য উৎসাহিত করছে।

সেপ্টেম্বর মাস পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত বিদেশি নির্মাণ কর্মীর সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৫৯১ জন, যার মধ্যে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ জন কুয়ালালামপুরে এবং ১ লাখ ৬৬ হাজার ৪৫৬ জন সেলাঙ্গরে কাজ করছে বলে CIDB জানিয়েছে।

মন্ত্রী আরও বলেন, "এই কর্মীরা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যদিও তারা বিদেশি। সরকারের পক্ষ থেকে তাদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এই সিস্টেমটি চালু করা হয়েছে।"

এই সিস্টেমের আওতায়, বিদেশি কর্মীরা সিআইডিবি থেকে যাচাইকৃত নির্মাণ দক্ষতার সার্টিফিকেট পেলে, তাদের বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে নিবন্ধন করতে হবে।

কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড আরও জানিয়েছে, এই উদ্যোগের ফলে শুধুমাত্র বৈধ ও দক্ষ অভিবাসী কর্মীদের নির্মাণ খাতে কাজের সুযোগ দেওয়া হবে।

সরকারি সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন অনুসারে, CIDB-এর এই নতুন সিস্টেম বিদেশি কর্মীদের কল্যাণ তদারকিতে সহায়ক হবে, যেখানে তাদের আবাসনের ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত। এছাড়া, এটি কোম্পানি মালিকদের কর্মসংস্থান ও স্বাস্থ্য আইন মেনে চলার বিষয়ে তদারকি করবে, যাতে কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ