ফ্রি মালয়েশিয়া টু ডে ডটকমের খবরে বলা হয়েছে, গত মে থেকে জুলাইয়ের মধ্যে বেস্টিনেট নামের এই প্রতিষ্ঠান প্রায় সাড়ে তিন লাখ কর্মীর আবেদন নিষ্পত্তির বিষয়ে কাজ করেছে। এই প্রতিষ্ঠান প্রতিটি আবেদন নিষ্পত্তি করতে ৮০০ থেকে দেড় হাজার রিঙ্গিত ঘুষ নিয়ে থাকে।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ থেকে ২৫টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়ার বিষয়ে আমিন আবদুল নুরের প্রতিষ্ঠান বেস্টিনেটের ভূমিকা রয়েছে।
ঢাকার একটি প্রতিষ্ঠানও অভিযোগ করেছিল, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে দেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েছে বেস্টিনেট।
এ অভিযোগ ওঠার পর মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। ফ্রি মালয়েশিয়া টু ডের খবরে আরও বলা হয়, গত ৬ জুলাই দুর্নীতি দমন কমিশন বেস্টিনেট নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে তল্লাশি চালায়। এরপর থেকে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়ার প্রশাসন।
©SN ONLINE BD
0 মন্তব্যসমূহ