Header Ads Widget

Responsive Advertisement

হত্যা মামলায় ফের রিমান্ডে পলক, টুকুসহ ৬ জন

হত্যা মামলায় ফের রিমান্ডে পলক, টুকুসহ ৬ জন


সংগৃহীত

চারটি হত্যা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলক এবং সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টোকোসহ ছয়জনকে আটকের নির্দেশ দিয়েছেন আদালত।


  রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার সিটি ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।
  অন্যদের মধ্যে রয়েছেন সাবেক উপ-ক্রীড়ামন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সাবেক চট্টগ্রাম বন্দর প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল।



সংগৃহীত 



  গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাডায় সুমন সিকদার (৩১) এবং ঢাকার সূত্রাপুরে ছাত্র ইকরাম হোসেন কাউসার ও উমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা দুটি মামলায় পলককে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।   আজ ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।



  ২০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে বাদা থানায় মামলা করেন মাসুমা নামে এক নারী এবং সূত্রাপুর থানায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন নাসরিন বেগম নামে আরেক নারী।



সংগৃহীত
সংগৃহীত 



  গার্মেন্টস শ্রমিক রুবেল নিহতের ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় সৈকত ও আহমেদ হোসেনকে আজ তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।   গত ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
  লালবাগে একাদশ শ্রেণির ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় টোকো, জয় ও সোহেলকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।   তাদের সাত দিন আটক রাখা হয়।   গত ১৯ আগস্ট লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন খালিদের বাবা কামরুল হাসান।
  আগের রিমান্ডে ব্ল্যাক, টোকো ও সিকাতকে ১৫ আগস্ট ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।   গত ১৯ জুলাই পল্টনে অটোরিকশাচালক কামাল মিয়ার মৃত্যুর ঘটনায় পলক, টোকো ও সিকাতকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।   এছাড়া গত ২০ আগস্ট মোহাম্মদপুরে মুদি ব্যবসায়ী আবু সাঈদের মৃত্যু মামলায় জয়কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ